অধ্যক্ষ মহোদয়
নামঃ প্রফেসর জীবন কুমার সাহা
পদবিঃ অধ্যক্ষ
বিষয়ঃ উদ্ভিদবিজ্ঞান
মোবাইল নাম্বারঃ 01712289007
ই-মেইলঃ jibon595@gmail.com
উপাধ্যক্ষ মহোদয়
নামঃ প্রফেসর মোঃ আনিসুর রহমান
পদবিঃ উপাধ্যক্ষ
বিষয়ঃ ইংরেজি
মোবাইল নাম্বারঃ ০1715760576
ই-মেইলঃ anis0166@yahoo.com
কলেজের ইতিহাস
ঘিওর সরকারি কলেজ মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান । ১৯৬৭ খ্রিস্টাব্দের ১ লা জুলাই তারিখে ইছামতি নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা, প্রকৃতির অপরুপ সাজে সজ্জিত এই কলেজ এলাকার কতিপয় সমাজসেবক ও শিক্ষা অনুরাগীদের মহতী উদ্যোগের ফসল। প্রতিষ্ঠার পর থেকেই ঘিওর সরকারি কলেজ এই এলাকার উচ্চ শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। ১৯৭৩ খ্রিস্টাব্দে অনুষ্ঠিত স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় সাংসদ নির্বাচনে মানিকগঞ্জ-১ আসনের নির্বাচিত মাননীয় সংসদ,এই কলেজের সাবেক অধ্যক্ষ ,শিক্ষানুরাগী ও সমাজসেবক অধ্যাপক আবু মোঃ সায়েদুর রহমানের অক্লান্ত পরিশ্রম ও ইছাসক্তিতে ১৯৮৫ খ্রিস্টাব্দে ১ লা জুলাই এই কলেজটি জাতীয়করণ করা হয়। এই কলেজে একাদশ, দ্বাদশ ও স্নাতক শ্রেণিতে বিজ্ঞান,মানবিক ও বাবসায় শিক্ষা বিভাগ চালু আছে। বর্তমানে রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, দর্শন,হিসাব বিজ্ঞান,বাংলা এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে অনার্স কোর্সে চালু রয়েছে। শিক্ষা ও সংস্কৃতির প্রসারে কলেজের পরিচিতি এখন সার্বজনীন । সুশিক্ষিত ও দক্ষ জনশক্তি গড়তে এই কলেজের বর্তমান অধ্যক্ষ, উপাধ্যক্ষ ,শিক্ষক, কর্মকর্তা,কর্মচারী শুরু করে অদ্যাবদি নিরলস কাজ করে যাচ্ছে। বর্তমানে কলেজে একাডেমিক ভবনসহ তিনটি পাকা ভবন ও হোস্টেলের জন্য দুইটি কাঁচা ভবন রয়েছে। ভবনগুলোর মধ্যে নবনির্মিত অনার্সে ভবনের নাম পরিবর্তন করে এই কলেজের সাবেক অধ্যক্ষ ,শিক্ষানুরাগী ও সমাজসেবক অধ্যাপক আবু মোঃ সায়েদুর রহমানের নামে নামকরণ করার জন্য এতমদ্ধ্যে শিক্ষক পরিষদের পক্ষ থেকে যাবতীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। খুব শিঘ্রই ছাত্র-ছাত্রীদের হোস্টেলের জন্য পাঁচতলা ভবন এবং একনেকে অনুমোদন প্রাপ্ত ছয়তলা ভবনের কাজ শুরু হয়েছে।
উলেক্ষ যে, প্রতিষ্ঠান সংলগ্ন রয়েছে বিশাল উন্মুক্ত পরিবেশ ও সুবিশাল খেলার মাঠ । শিক্ষাথীরা ক্লাসের ফাঁকে খেলাধুলা করার যথেষ্ট সুযোগ পায়, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষে বিভিন্ন সময়ে বিভিন্ন রোগ বিষয়ে কর্মশালার ব্যবস্থা করা হয়। সাংস্কৃতিক কর্মকাণ্ডকে গতিশীল ও প্রাণবন্ত রাখার জন্য বিতর্ক,আবৃতি, সংগীত ও খেলাধুলার ক্লাব। অত্র কলেজের বর্তমান অধ্যক্ষ মহোদয়ের পৃষ্ঠপোষকতায় শিল্প,সাহিত্য ও সংস্কৃতির বিভিন্ন শাখায় মেধার বিকাশে ছাত্রছাত্রীদের জন্য আত্ম-প্রকাশ লাভ করেছে ‘ইছামতি সাংক্রিতিক সংঘ’। এছাড়াও তার হৃদয় নিংড়ানো ভালবাসা ো আন্তরিকতায় অনাস ভবনের ছাদে গড়ে উঠেছে নয়নাভিরাম ছাদ বাগান। ছাত্রছাত্রীদের মানসিক উৎকর্ষ সাধনের জন্য ক্লাস পার্টি, প্রীতিভোজ, শিক্ষাসফর,ধরমিও অনুষ্ঠান, বৃক্ষরোপণ কর্মসূচি,দিবস ভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান প্রভিতির ব্যবস্থা রয়েছে।